ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচকে ঘিরে বিশাল অঙ্কের জুয়ার অভিযোগ তুললেন শিবসেনা (ইউবিটি) নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, রবিবার অনুষ্ঠিত ভারত-পাক ম্যাচে প্রায় ১.৫ লাখ কোটি টাকার জুয়া খেলা হয়েছে, যার মধ্যে প্রায় ২৫ হাজার কোটি টাকা সরাসরি পাকিস্তানে চলে গেছে।
তিনি বলেন, ম্যাচে ১.৫ লাখ কোটি টাকার জুয়া হয়েছে। এর মধ্যে ২৫ হাজার কোটি পাকিস্তানে চলে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও এই ম্যাচ থেকে ১ হাজার কোটি টাকা আয় করেছে।
এই অর্থ ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে। সরকার বা বিসিসিআই কি এই বিষয়ে কিছুই জানে না?
সঞ্জয় রাউত আরও দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যখন তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা চলছে, তখন তার দল এই ম্যাচ আয়োজনের বিরোধিতা করেছিল।
তিনি বলেন, গত ২২ এপ্রিল পাহালগামে জঙ্গি হামলা এবং ৭ মে ভারতীয় বাহিনীর 'অপারেশন সিন্দুর'-এর পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে এই ম্যাচ আয়োজন করা উচিত হয়নি।
ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে ঐতিহ্যবাহী করমর্দন করতে অস্বীকৃতি জানানো নিয়েও মন্তব্য করেছেন রাউত।
তার দাবি, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না, বরং বিসিসিআই এবং দলের সাপোর্ট স্টাফের পরামর্শে নেওয়া পদক্ষেপ।