ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

রাফিনিয়া-ফার্মিনকে বিক্রি করতে পারে বার্সা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৭:৩৭ পিএম
বার্সেলোনার তারকা রাফিনিয়া ও ফারমিন লোপেজ। ছবি: সংগৃহীত

আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে বেশ কয়েকজন পছন্দের ফুটবলারদের দলে ভেড়াতে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

ফলে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে কিছু খেলোয়াড়কে বিক্রির তালিকায় রাখার পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি।

ধারণা করা হচ্ছে, পরবর্তী মৌসুমে রোনাল্ড আরাউহো, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, আনসু ফাতি এবং তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজকে দেখা যাবে না কাতালান জার্সিতে। বার্সেলোনা এই ফুটবলারদের বিক্রি করতে চায়। এমনটি বলছে স্প্যানিশ গণমাধ্যম রেলেভো।

রেলেভোর তথ্য অনুযায়ী, সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব ফার্মিনের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ক্লাবগুলো এরই মধ্যে নিজেদের পরিকল্পনায় এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডারকে রাখছে। তারা তাকে বছরে ৮ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত।

প্রতিবেদনে আরও জানানো হয়, বার্সেলোনা যদি ৬০ মিলিয়নের বেশি প্রস্তাব পায়, তাহলে ফার্মিনকে ছাড়তে রাজি হতে পারে। তবে, এর চেয়ে কম দামে তাকে ছাড়ার সম্ভাবনা কম। শুধু সৌদি আরব নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবও তার দিকে নজর রেখেছে বলে জানা গেছে।

চলতি মৌসুমে বার্সেলোনা হয়ে ৪২টি ম্যাচে মাঠে নেমেছেন ফার্মিন। যেখানে ৮ অ্যাসিস্টের পাশাপাশি ৬টি গোল করেছেন এই মিডফিল্ডার।

এদিকে, বার্সা ফরোয়ার্ড রাফিনিয়াকে নিয়েও আগ্রহ আছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাবের। তবে এই মৌসুমে বার্সার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ক্লাবটি তার সঙ্গে নতুন চুক্তির কথা ভাবছে।