ওয়েব সিরিজের বর্তমান ধারা নিয়ে খোলামেলা বিরক্তি প্রকাশ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনকার বেশির ভাগ ওয়েব সিরিজে অহেতুক গালিগালাজ আর যৌনতার দৃশ্য ঢোকানো হয়।
তার মতে, এটি নির্মাতাদের সস্তা প্রচারের অংশ, যাতে দর্শকের দৃষ্টি আকর্ষণ করা যায়। তবে এখন দর্শকেরাও এতে বিরক্ত হচ্ছেন বলেই মনে করেন তিনি।
তার ভাষায়, ‘এখন তো প্রায় সব সিরিজেই গালিগালাজ থাকে। কথায় কথায় যৌনতার দৃশ্য দেখানো হয়। সেটাও কোনো যুক্তি ছাড়াই। এখন মনে হয়, এটা সস্তার প্রচার কৌশলী ছাড়া আর কিছুই নয়। যাতে দর্শকদের দৃষ্টি আরও আকর্ষণ করা যায়। কিন্তু দর্শকরাও এবারে বিরক্ত হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে নির্মাতারা যদি এসব বন্ধ করার কোনো উপায় না খোঁজেন, তাহলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।’
পরেশ রাওয়াল আরও বলেন, ‘সিনেমা হোক বা সিরিজের গল্পে যা আমরা সেটাই দেখাই যেটা বাস্তবে ঘটে। তবে কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটু বোধবুদ্ধি দিয়ে বিচার করা উচিত। সমাজের সবকিছু তো হুবহু দেখানোর প্রয়োজন নেই। কিছু জিনিস উপদেশমূলকভাবেও দেখানো যায় কিংবা ভদ্রভাবেও পরিবেশন করা যায়।’
সম্প্রতি ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন পরেশ রাওয়াল। তবে পরে সিদ্ধান্ত বদলে তিনি আবারও ফিরছেন বাবু ভাইয়া চরিত্রে। এই প্রেক্ষাপটে তার ওয়েব সিরিজ নিয়ে মন্তব্য বলিউড অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।