ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

নির্বাচন ব্যতীত সমস্যার সমাধান সম্ভব নয়: আমীর খসরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৮:২৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি- সংগৃহীত

নির্বাচন ব্যতীত সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐকমত্য অপরিহার্য’ শিরোনামে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, ‘কোনো অনৈক্য তৈরি হয়নি। নির্বাচনের আগে সব সমস্যার সমাধান করা হবে, এই ধারণা ঠিক না। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনাচিন্তা থাকতেই পারে, অনৈক্যের কিছু নাই। ঐক্যের একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র।’ 

তিনি বলেন, ‘নির্বাচন ব্যতীত কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। জাতীয় নিরাপত্তা সংসদে আলোচনার বিষয়। জনগণের ম্যান্ডেট নিয়ে আলোচনা হওয়া দরকার।’

সংলাপে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘সংস্কারের আগে নির্বাচন হলে আবারও গণ-অভ্যুত্থান ঘটতে পারে। রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের জন্য একটি জাতীয় ঐক্যের সেটেলমেন্টে যেতে হবে।’

তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী কিংবা পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়। সুতরাং আমাদের এখানে একমত হতে হবে, কোন কোন জায়গায় ঐক্য থাকবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে। অন্যথায় তারা কিন্তু বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘দেশে এখন যেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তা থেকে বেরিয়ে আসতে সবচেয়ে জরুরি জাতীয় নির্বাচন ও নির্বাচিত সরকার।’