লা লিগার ২০২৪-২৫ মৌসুমের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে কাতালান জায়ান্ট বার্সেলোনা। আর মাত্র ৩ পয়েন্ট দূরে থাকা শিরোপা জয়ের লক্ষ্যে আজ রাতেই আরসিডি এস্পানিওলের বিপক্ষে মাঠে নামছে তারা।
বাংলাদেশ সময় রাত ১:৩০টায় আরসিডিই স্টেডিয়ামে মুখোমুখি হবে এস্পানিওল ও বার্সেলোনা। এই ম্যাচে জয় পেলে লা লিগায় নিজেদের ২৮তম শিরোপা নিশ্চিত করবে জাভির শিষ্যরা।

এদিকে ৩৫ ম্যাচে ২৬ জয় ও ৫ পরাজয়ে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে অবস্থান করছেন বার্সেলোনা। এবং ৩৬ ম্যাচে ২৪ জয় ও ৬ পরাজয়ে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
অপরদিকে আরসিডি এস্পানিওল ৩৬ ম্যাচে ১০ জয় ও ১৬ পরাজয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে অবস্থান করছেন।

মৌসুমজুড়েই দারুণ ফর্মে থাকা বার্সা এখন শিরোপা জয়ের এক পা দূরে দাঁড়িয়ে রয়েছে। আজ রাতে জয় পেলেই শিরোপা নিশ্চিত করবে জাভির শিষ্যরা।
আপনার মতামত লিখুন :