বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৪:৩৬ এএম

নেইমারকে বাদ দিয়ে ব্রাজিল দল ঘোষণা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৪:৩৬ এএম

নেইমার । ছবি- সংগৃহীত

নেইমার । ছবি- সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে প্রথমবার চমক দিয়ে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তবে এই দলে জায়গা পায়নি ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার । তার দলে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো ও স্ট্রাইকার রিচার্লিসন। 

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। এছাড়া কার্লোর অধীনে প্রথমবার ডাক পেয়েছেন লিলির সেন্ট্রাল ডিফেন্ডার অ্যালেক্সজান্দ্রো। তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রেকেও ডেকেছেন।  

নেইমারকে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি, " এই দলে ডাক দেওয়ার সময় আমি চেষ্টা করেছি ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের নির্বাচন করতে। নেইমার কিছুদিন আগেই চোটে পড়েছে। সবাই জানে, নেইমার খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, সবসময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দুর্ভাগ্যজনকভাবে, বর্তমানে আমাদের অনেক খেলোয়াড় চোটে ভুগছে এবং তাই জাতীয় দলে থাকতে পারছে না, যেমন নেইমার, যে চোটে পড়েছে। 

তিনি আরও বলেন, আমি যেটা বলতে চাই, সেটা হলো ব্রাজিলের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং নেইমারের ক্ষেত্রে আমরা তার উপর ভরসা রাখি। এটা জাতীয় দল—ব্রাজিল তার উপর নির্ভর করে। সে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিলে ফিরে এসেছে খেলতে। আমি আজ সকালে তার সঙ্গে কথা বলেছি বিষয়টি ব্যাখ্যা করার জন্য এবং সে পুরোপুরি একমত। আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি।"

আনচেলত্তির ২৫ জনের স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজা

ডিফেন্ডার: ডানিলো, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কার্লোস অগুস্টো, ওয়েসলি, আলেক্সসান্দ্রো, বেরালদো, লিও ওর্তিজ, মার্কিনিয়োস

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, এডেরসন, জেরসন

ফরোয়ার্ড: আন্তনি, এস্তেভাও, মার্তিনেল্লি, কুনহা, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র

আনচেলত্তির ব্রাজিল এখন অপেক্ষায় নতুন অভিযাত্রার—যার লক্ষ্য শুধুই একটিই: হেক্সা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!