স্পেনের জাতীয় দলের তারকা লামিন ইয়ামাল এখন কেবল মাঠের পারফরম্যান্সেই নয়, মাঠের বাইরেও শীর্ষ তারকাদের কাতারে। মাত্র ১৭ বছর বয়সেই স্পনসরদের প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি।
এই গ্রীষ্মে বিলাসবহুল ভ্রমণ, বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রচারণায় অংশগ্রহণ এবং সেলিব্রেটিদের সঙ্গে ওঠাবসায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ইয়ামাল।
সম্প্রতি তিনি ব্রাজিলে নিজের আদর্শ নেইমারের আতিথেয়তা গ্রহণ করেছেন। সেখান থেকে চীনের সাংহাই শহরে অ্যাডিডাসের একটি বৃহৎ মার্কেটিং ইভেন্টে অংশ নেন তিনি।
ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কে এক ঝলক দেখানোর পর তিনি বার্সেলোনায় ফিরবেন নতুন মৌসুম শুরু করতে।
বেইন স্পোর্টসের সূত্রে জানা গেছে, লামিন ইয়ামাল সম্প্রতি পেয়েছেন এক অত্যাশ্চর্য হীরাখচিত গলার হার, যার আনুমানিক মূল্য ৪ লাখ মার্কিন ডলার (৩৪২,০০০ ইউরো)।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ ইউরো=১৪২.৬৫ বাংলাদেশি টাকা (আজ ৯ জুলাই, ২০২৫ তারিখের বিনিময় হার অনুযায়ী)। এই হিসাব অনুযায়ী, ৩,৪২,০০০ ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা।
এই নজরকাড়া উপহারটি তাকে দিয়েছেন ডোমিনিকান গায়ক ‘এল আলফা’। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন—‘বিশ্বের সেরা খেলোয়াড়ের জন্য সেরা অলংকার।’
উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিশেষ নেকলেসটি নিউ ইয়র্কের বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড তাজিয়া ডায়মন্ডস-এর প্রতিষ্ঠাতা ভিক্টর রদ্রিগেজ ডিজাইন করেছেন। অলংকারটিতে ইয়ামালের নামের আদ্যক্ষর জড়ানো রয়েছে হীরা ও রত্নখচিত নকশায়।
এদিকে আগামী রোববার ১৮ বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বার্সেলোনার সঙ্গে একটি নতুন চুক্তিতে সই করবেন ইয়ামাল। ২০৩১ সাল পর্যন্ত এই চুক্তিতে তাকে ক্লাবের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকধারী খেলোয়াড় বানানো হচ্ছে।
চুক্তির সময় অনুযায়ী তার বেতন ধাপে ধাপে বাড়বে। শুধু তাই নয়, ক্লাবের জনপ্রিয়তা ও বিপণনের অন্যতম মুখ হয়ে ওঠার কারণে আনসু ফাতির বিদায়ের পর ইয়ামাল পেতে যাচ্ছেন ঐতিহ্যবাহী '১০ নম্বর' জার্সি।