ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বার্সায় নয় অ্যাথলেটিকেই থাকছেন নিকো উইলিয়ামস 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০২:৫৭ পিএম
স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। ছবি- সংগৃহীত

স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা দিলেন, তিনি অ্যাথলেটিক ক্লাবেই থাকছেন। ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করলেন এক ভিডিও বার্তায়। 

সেখানে ক্লাবের একটি দেয়ালে তিনি ‘স্বাক্ষর’ করে জানান দেন, ২০৩৫ সাল পর্যন্ত তিনি বিলবাওয়ের ক্লাবটির হয়েই খেলবেন।

ভিডিও বার্তায় নিকো বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হৃদয়ের টান। আমি যেখানে থাকতে চাই, আমি আছি সেখানে। 

আমি আমার মানুষদের সঙ্গে আছি। এটাই আমার ঘর। আওপা অ্যাথলেটিক!

নতুন এই চুক্তির আওতায় নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আগের ৫৮ মিলিয়ন ইউরো থেকে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশ বেশি।

সম্প্রতি তাকে নিয়ে বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন ছিল তুঙ্গে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে দাবি করেছিল, ক্যাম্প ন্যুতে যাওয়ার বিষয়ে নিকোর মনে সন্দেহের দানা বেঁধেছিল।

কারণ তিনি বার্সার নিবন্ধন সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে নিশ্চিত হতে পারছিলেন না। গত মৌসুমে দানি ওলমো ও পাও ভিক্টরের মতো খেলোয়াড়দের ট্রান্সফার জটিলতাও ছিল সেই দ্বিধার পেছনে।