ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আইএল টি-টোয়েন্টির নিলামে নাম দিলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৭:৩১ পিএম
রবিচন্দ্রন অশ্বিন। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরপরই অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবার সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএলটি-২০) টুর্নামেন্টের নিলামে নিজের নাম লিখালেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামে অশ্বিনের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবকিছু ঠিকঠাক চললে, ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত চলা এই আসরে তাকে খেলতে দেখা যেতে পারে।

৩৮ বছর বয়সী এই অফস্পিনার নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি আইএলটি-২০ নিলামের জন্য নাম পাঠিয়েছি। আশা করি, কোনো একটি দল আমাকে দলে নেবে।

আইএলটি-২০ কর্তৃপক্ষ এবারই প্রথম নিলাম পদ্ধতির মাধ্যমে খেলোয়াড়দের দলে নিচ্ছে। এর আগে, ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফট সিস্টেমের মাধ্যমে দল গঠন করত।

এই টুর্নামেন্টে অশ্বিন হতে যাচ্ছেন রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডুর পর যোগ দেওয়া সবচেয়ে বড় ভারতীয় তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ২৮২ ম্যাচে ৭০০-এর বেশি উইকেট নিয়েছেন অশ্বিন এবং ব্যাট হাতেও বহু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসসহ মোট পাঁচটি দলের হয়ে ২২১টি ম্যাচ খেলেছেন।