বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

জেলে থাকা রবিনহোর ছেলেকে গড়ে তুলছেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৬:০৩ পিএম

ব্রাজিলের সাবেক তারকা রবিনহো, নেইমার জুনিয়র ও রবসন জুনিয়র। ছবি- সংগৃহীত

ব্রাজিলের সাবেক তারকা রবিনহো, নেইমার জুনিয়র ও রবসন জুনিয়র। ছবি- সংগৃহীত

ব্রাজিলের ফুটবল জগতে নতুন এক সম্ভাবনার জন্ম হয়েছে—১৭ বছর বয়সী রবসন জুনিয়র।  সাবেক ব্রাজিল তারকা রবিনহোর ছেলে রবসন জুনিয়র সম্প্রতি সান্তোসের হয়ে নিজের পেশাদার ফুটবল অভিষেকেই অ্যাসিস্ট করে নজর কেড়েছেন। যাকে কাছ থেকে গড়ে তুলছেন স্বয়ং নেইমার।

সন্তানের ফুটবল যাত্রার শুরু ঠিক তখনই যখন তার বাবা রবিনহো ব্রাজিলে ধর্ষণের মামলায় ৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বাবার কলঙ্কময় অতীত ছাপিয়ে ভিন্ন আলোচনায় এসেছেন রবসন জুনিয়র।

এই কিশোর এখন ব্রাজিলিয়ান গণমাধ্যমে পরিচিত ‘নতুন বিস্ময়’ হিসেবে।

সান্তোস ক্লাবে বেড়ে ওঠা রবসনের পথচলা শুরু হয়েছে পেলে, রবিনহো ও নেইমারের মতো কিংবদন্তিদের ছায়া মাড়িয়ে। অভিষেক ম্যাচেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে অ্যাসিস্ট করে তিনি জানান দিয়েছেন নিজের আগমনী বার্তা। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হাইলাইটসগুলোতে দেখা যায়, তার ড্রিবলিং, পাসিং ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি অনেকটা নেইমার ও রবিনহোর যুগল ছায়া ফুটিয়ে তোলে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নেইমার নিজেই রবসন জুনিয়রের পথপ্রদর্শক। ব্রাজিলীয় গণমাধ্যম জানায়, রবিনহোর কারাবাসের সময়ে নেইমার নিয়মিত অনুশীলনে রবসনকে সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এবং একজন বড় ভাইয়ের মতো পাশে থেকেছেন।

ব্রাজিলের এক ফুটবল বিশ্লেষক মন্তব্য করেছেন, যদি এই ছেলেকে সঠিকভাবে তৈরি করা যায়, তবে ব্রাজিল হয়তো তাদের পরবর্তী সুপারস্টার পেয়ে যাবে।

মজার ব্যাপার হলো, নেইমার ও রবিনহো এক সময় একসঙ্গে ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। 

সেই নেইমার এখন সাবেক সতীর্থের ছেলেকে তুলে ধরছেন ফুটবলের মঞ্চে। যেখানে রবিনহো নিজে আজ শাস্তিপ্রাপ্ত অপরাধীর আসনে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!