ইংলিশ জায়ান্ট লিভারপুল আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার হুগো একিতিকে দলে ভেড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছে। বুন্দেসলিগার ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে প্রায় ৮০ মিলিয়ন ইউরো (৬৯.২ মিলিয়ন পাউন্ড) মূল্যের প্রস্তাবিত চুক্তি এখন চূড়ান্তের পথে।
৮০ মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা।
দ্য অ্যাথলেটিক সূত্রে জানা গেছে, লিভারপুল এরইমধ্যে একিতিকে'র বিষয়ে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে এবং খেলোয়াড়টির ব্যক্তিগত শর্তাবলী নিয়ে কোনও জটিলতা নেই।
একিতিকে নিজেও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী বলেই জানিয়েছেন।
এর আগে নিউক্যাসল ইউনাইটেড ৭৫ মিলিয়ন ইউরো'র একটি প্রস্তাব দিয়েছিল, তবে ফ্রাঙ্কফুর্ট সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে নিউক্যাসল ব্রেন্টফোর্ডের ফরোয়ার্ড ইয়োয়ানে উইসাকে দলে ভেড়ানোর দিকে মনোযোগ দেয়।
ম্যানচেস্টার ইউনাইটেডও একিতিকে'র প্রতিভার প্রশংসা করেছে, যদিও এখনও পর্যন্ত তারা কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।
২০২৪ সালে পিএসজি থেকে ফ্রাঙ্কফুর্টে ধারে খেলার পর চুক্তি স্থায়ী করেন একিতিকে। মাত্র ১৭.৫ মিলিয়ন ইউরোতে ফ্রাঙ্কফুর্ট তাকে স্থায়ীভাবে দলে নেয়।
গত মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল ও ১২টি অ্যাসিস্ট করে ক্লাবটির আক্রমণভাগে অন্যতম নির্ভরতার নাম হয়ে ওঠেন।
আপনার মতামত লিখুন :