ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নেইমারকে ইউরোপে ফেরাতে আগ্রহী ফরাসি ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৭:৩৪ পিএম
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের ক্যারিয়ারে আবারও নতুন এক মোড় আসতে চলেছে। ইউরোপিয়ান ফুটবলের ঐতিহাসিক ক্লাব অলিম্পিক ডি মার্সেই এবার তাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে বলে জোর গুঞ্জন উঠেছে।

বর্তমানে ৩৩ বছর বয়সি নেইমার খেলছেন তার শৈশবের ক্লাব সান্তোস-এ। তবে ইউরোপে ফেরার আলোচনা দিন দিন জোরালো হচ্ছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই ইউরোপে ফেরার চিন্তাভাবনা করছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাজের সূত্রমতে, ক্লাবটি নেইমারকে দলে নিতে আর্থিক ও ক্রীড়াগত উভয় দিক দিয়েই বড় ধরনের বিনিয়োগে প্রস্তুত রয়েছে।

নেইমারের খেলার স্টাইল যেমন দর্শনীয়, তেমনি তার চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা ও প্রতিযোগিতামূলক মনোভাব তাকে সবসময় নতুন কিছু করার প্রেরণা দেয়।

২০২৬ সালের বিশ্বকাপে নিজেকে সেরা অবস্থায় দেখতে চাওয়া নেইমার পরবর্তী গন্তব্য হিসেবে ইউরোপের বড় কোনো ক্লাবে ফিরতে চান।

এই প্রেক্ষাপটে ফরাসি জায়ান্ট মার্সেই-কেই সবচেয়ে সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখা হচ্ছে। ক্লাবটির গৌরবময় ইতিহাস এবং নিয়মিত ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ নেইমারের মতো খেলোয়াড়ের জন্য আদর্শ মঞ্চ তৈরি করতে পারে।

তবে এমন এক বিশ্বমানের তারকাকে দলে টানা কোনোভাবেই সহজ কাজ নয়। ট্রান্সফার মার্কেটের জটিলতা, চুক্তির আর্থিক দিক, খেলোয়াড়ের ব্যক্তিগত চাওয়া—সব মিলিয়ে এমন কোনো চুক্তি বাস্তবায়ন বেশ কঠিন।

তবুও মার্সেইর শীর্ষ কর্মকর্তারা আশাবাদী, নেইমারের ব্যক্তিগত লক্ষ‌্য ও বিশ্বকাপে ভালো করার মোটিভেশনই হয়তো এই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে।