ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

পিএসজি থেকে বিদায়ের বার্তা দিলেন দোন্নারুম্মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০১:২৯ পিএম
ছবি : সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ইতালির তারকা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

পিএসজির প্রধান কোচ লুইস এনরিকে ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, আগামী মৌসুমের জন্য তার পরিকল্পনায় দোন্নারুম্মার আর জায়গা নেই।

স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এনরিকে বলেন, এগুলো কঠিন সিদ্ধান্ত, কিন্তু নেওয়া সিদ্ধান্তের দায় আমি নিচ্ছি। যদি এগুলো সহজ হতো, যে কেউ নিতে পারত। 

এগুলো আমার দলের জন্য যেই ধরনের গোলরক্ষক প্রয়োজন, সেই প্রোফাইলের সঙ্গে সম্পর্কিত।

এনরিকের এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত নিজেই ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা দিয়ে নিজের বিদায়ের কথা নিশ্চিত করেন দোন্নারুম্মা।

তিনি লিখেন, প্যারিসের বিশেষ সমর্থকদের উদ্দেশে ‘প্রথম দিন থেকে আমি মাঠে ও মাঠের বাইরে সর্বোচ্চটা দিয়েছি, নিজের জায়গা অর্জন করতে এবং পিএসজির গোলপোস্ট রক্ষা করতে।’

দুর্ভাগ্যবশত, কেউ একজন সিদ্ধান্ত নিয়েছে আমি আর এই দলের অংশ হতে পারব না বা দলের সাফল্যে অবদান রাখতে পারব না। আমি হতাশ ও দুঃখিত।

তিনি আরও যোগ করেন, আশা করি শেষবারের মতো পার্ক দে প্রিন্সেসে সমর্থকদের চোখে চোখ রেখে বিদায় বলতে পারব। যদি তা না-ও হয়, তবু আপনাদের সমর্থন ও ভালোবাসা আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ থাকবে। 

আমি কখনও ভুলব না সেই আবেগ, জাদুকরি রাতগুলো এবং আপনাদের, যারা আমাকে এখানে নিজের ঘরের মতো অনুভব করিয়েছেন। 

আমার সতীর্থরা, আমার দ্বিতীয় পরিবার। ধন্যবাদ প্রতিটি লড়াই, প্রতিটি হাসি ও প্রতিটি মুহূর্তের জন্য। তোমরা সবসময় আমার ভাই হয়ে থাকবে। এই ক্লাবের হয়ে খেলা এবং এই শহরে থাকা ছিল বিশাল এক সম্মান। ধন্যবাদ, প্যারিস।