২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবলে আবারও আলোচনায় এসেছে নেইমারের নাম। দীর্ঘ ২২ মাস পর অবশেষে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’-এর খবর অনুযায়ী, আসন্ন আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে থাকছেন নেইমার।
২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলার সময় বাম হাঁটুর গুরুতর চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছিলেন নেইমার। এরপর থেকেই জাতীয় দলে তার ফেরার অপেক্ষায় ছিলেন ভক্তরা।
চোট কাটিয়ে সম্প্রতি সুস্থ হয়েছেন তিনি এবং এখন আবারও দেশের জার্সিতে মাঠে নামার জন্য প্রস্তুত।
এদিকে, এই দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে ম্যাচে তিনি নিষিদ্ধ।
শুধু বলিভিয়ার বিপক্ষে খেলার জন্য তাকে দলে রাখতে চাননি কোচ কার্লো আনচেলত্তি। তাই তাকে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ‘গ্লোবো’ যেসব খেলোয়াড়ের দলে থাকার ব্যাপারে নিশ্চিত করেছে, তারা হলেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ)।
ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো) এবং ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।
আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে আনচেলত্তির অধীনে অনুশীলন শুরু করবে ব্রাজিল দল। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা।
বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে যোগ্যতা অর্জন করা ব্রাজিল এই ম্যাচগুলোয় কেমন খেলে এবং নেইমার তাঁর প্রত্যাবর্তনে কেমন পারফর্ম করেন, তা দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন