ফুটবলে আর্জেন্টিনা মানেই তারকার ছড়াছড়ি। তবে এবার সে চেনা ছকের বাইরে হাঁটলেন কোচ লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে তিনি সুযোগ দিয়েছেন নতুন এক তরুণ মুখকে।
তিনি হলেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল আলবার্তো লোপেজ।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এরই মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। তবে শেষ দুটি ম্যাচকেও গুরুত্বের সাথে দেখছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যেই সোমবার (১৮ আগস্ট) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।
এই স্কোয়াডে নিয়মিত তারকাদের পাশাপাশি বেশকিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়ে চমক দেখিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর এই নতুনদের মধ্যে সবচেয়ে আলোচিত নামটি হলো ২৪ বছর বয়সি স্ট্রাইকার ম্যানুয়েল লোপেজ।
ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন লোপেজ। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪২ ম্যাচে ১৫টি গোল করেছেন এবং চারটি গোলে সহায়তাও করেছেন।
চলতি মৌসুমে পালমেইরাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। লোপেজের এই পারফরম্যান্সই তাকে জাতীয় দলের রাডারে নিয়ে এসেছে।
আর্জেন্টিনার সান লরেঞ্জোতে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলার তার ক্যারিয়ারের যাত্রা শুরু করেন এল প্রোগ্রেসোর হয়ে। জুনিয়র পর্যায়ে খেলেছেন বোকা জুনিয়র্স এবং ইন্ডিপেন্ডিয়েন্তের মতো বড় ক্লাবেও।
সিনিয়র লেভেলে তার পেশাদার ফুটবল জীবন শুরু হয় লানুসের হয়ে। ২০২২ সালে আর্জেন্টিনা ছেড়ে তিনি পাড়ি জমান ব্রাজিলের পালমেইরাসে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন