শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৮:৪৫ পিএম

বিয়ের জন্য জর্জিনাকে কত টাকা দিচ্ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৮:৪৫ পিএম

ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার সঙ্গিনী জর্জিনা রোদ্রিগেজ। ছবি- সংগৃহীত

ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার সঙ্গিনী জর্জিনা রোদ্রিগেজ। ছবি- সংগৃহীত

ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রোদ্রিগেজের বিবাহপূর্ব চুক্তি সম্প্রতি সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে তোলপাড় সৃষ্টি করেছে। চুক্তি অনুযায়ী, এই সম্পর্ক ভেঙে গেলে রোনালদোকে তার প্রেমিকা ও সন্তানদের জন্য ব্যাপক আর্থিক দায়বদ্ধতা নিতে হবে।

রোনালদো ও জর্জিনা। ছবি- সংগৃহীত

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জর্জিনাকে মাসিক ১ লাখ ২১ হাজার ডলার খরচের ভাতা দেওয়া হবে, যা বছরে প্রায় ১.৪৫ মিলিয়ন ডলার হয়। জর্জিনার নামে ৫.৬ মিলিয়ন ডলারের স্থাবর সম্পত্তি থাকবে। আজীবনের পেনশন হিসেবে মাসে ১ লাখ ১০ হাজার ডলার, যা বছরে প্রায় ১.৩২ মিলিয়ন ডলার হয়। 

সন্তান পালনের খরচ হিসেবে মাসে ৫ লাখ ডলার, যা বছরে ৬ মিলিয়ন ডলারের সমান। জীবনযাপন রক্ষার জন্য বছরে ২ মিলিয়ন ডলার, দুইটি লাক্সারি গাড়ি, বছরে দু’টি লাক্সারি ফ্লাইট এবং বছরে দুইবার ছুটি নিশ্চিত করা হয়েছে। 

সন্তানদের সঙ্গে রোমালদো ও জর্জিনা। ছবি- সংগৃহীত

এ ছাড়া ব্রেকআপের পর রোনালদোকে ৫০ মিলিয়ন ডলার ভরণপোষণ বাবদ দিতে হবে। সব মিলিয়ে এই চুক্তির আওতায় রোনালদো প্রাথমিক এককালীন অ্যালিমনি এবং বার্ষিক খরচসহ প্রায় ৬১.৩ মিলিয়ন ডলার খরচের দায়িত্বে থাকছেন।

সোস্যাল মিডিয়ায় চুক্তি প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত বিশাল আর্থিক দায়ভার থাকা সত্ত্বেও জর্জিনা রোনালদোকে প্রকৃতপক্ষে কী দিয়েছেন। কেউ মন্তব্য করছেন, এটি নারীর অধিকার রক্ষার প্রতীক, যেখানে সামাজিক নিরাপত্তা এবং স্বনির্ভরতার স্বীকৃতি দেওয়া হয়েছে। 

বাগদানের আংটি হাতে রোনালদোর সঙ্গে জর্জিনা। ছবি- সংগৃহীত

অন্যদিকে অনেকেই মনে করছেন, এত বড় দায়ভার একজন পুরুষের ওপর আরোপ করা হয়েছে, যাতে পুরুষের অধিকারের ক্ষতি হতে পারে। ফলে এই চুক্তি আধুনিক সমাজে নারী-পুরুষের অর্থনৈতিক ভারসাম্য, অধিকার ও দায়িত্ব নিয়ে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তথ্যসূত্র: পালস ঘানা, ফ্যান্ডম ওয়্যার, বিল্ড, সোই ফুটবল, দ্য সান 

রূপালী বাংলাদেশ

Link copied!