নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল দীর্ঘ অপেক্ষার পর আজ বিকেল ৪টা ৪০ মিনিটে বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরেছে।
এর আগে আজ বৃহস্পতিবার সকালে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাড়ে ১১টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয় দলটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে জামাল-রাকিবরা দেশে ফিরতে পেরেছেন। জাতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে ফিরেছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।
সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালের সরকার পতন ঘটায় ৯ সেপ্টেম্বর দুপুর থেকে দেশটির আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার বিকেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে বাংলাদেশ দলকে ফেরানোর উদ্যোগ নেয় বাফুফে।
বাংলাদেশ দল দুটি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বরের খেলা বাতিল হয়। সে দিনই দেশে ফেরার পরিকল্পনা করলেও বিমানবন্দর বন্ধ থাকায় সম্ভব হয়নি। ফলে টানা দুই দিন হোটেলে অবস্থান করতে হয় জামাল ভূঁইয়াদের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন