সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:৩৬ এএম

রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:৩৬ এএম

লা লিগায় টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। ছবি- সংগৃহীত

লা লিগায় টানা দ্বিতীয় জয় পেল বার্সেলোনা। ছবি- সংগৃহীত

লা লিগায় গেতাফেকে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে কমাল বার্সেলোনা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ইয়োহান ক্রুইস স্টেডিয়ামে ম্যাচটি ৩-০ গোলে জিতেছে  হান্সি ফ্লিকের দল।

ঘরের মাঠে ৭১ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। গেতাফের তিন শটের দুটি লক্ষ্যে ছিল।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে গেতাফেকে চেপে ধরে বার্সেলোনা। পঞ্চদশ মিনিটে লক্ষ্যে প্রথম শটে গোলের দেখা পায় তারা। রাফিনিয়ার পাস বক্সে পেয়ে চমৎকার ব্যাক-হিল ফ্লিক করেন ওলমো। ছয় বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে শটে জালে পাঠান তরেস। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও গতির কাছে পরাস্ত হন।

২৮তম মিনিটে একটি সুযোগ পান রবের্ত লেভানদোভস্কি। তবে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার। ৩৪তম মিনিটে দারুণ গোলে ব্যবধান বাড়ান তরেস। রাফিনিয়ার পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির আগে হ্যাটট্রিকও হয়ে যেতে পারত তরেসের। পেদ্রির থ্রু বল ধরে তার ডান পায়ের শট ক্রসবারে লাগে। প্রথমার্ধে গোলের জন্য আটটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। এই সময়ে গেতাফে গোলে কোনো শটই নিতে পারেনি।

৬০তম মিনিটে তরেস ও ফ্রেংকি ডি ইয়ংকে তুলে ফের্মিন লোপেস ও মার্ক কাসাদোকে নামান বার্সেলোনা কোচ ফ্লিক। এর দুই মিনিট পর তৃতীয় দলের দেখা পায় স্বাগতিকরা।

ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন দুই দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করা র‍্যাশফোর্ড। গোলরক্ষক তার দিকে এগিয়ে যাওয়ায় কাট-ব্যাক করেন ইংলিশ ফরোয়ার্ড, আর ছুটে গিয়ে নিচু শটে ফাঁকা জালে বল পাঠান ২৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ওলমো। যোগ করা সময়ে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন র‍্যাশফোর্ড। তার শট দারুণ নৈপুণ্যে ব্যর্থ করে ব্যবধান বাড়তে দেননি গেতাফের গোলরক্ষক।

লিগে সবশেষ দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি জাল অক্ষত রাখল বার্সেলোনা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

রূপালী বাংলাদেশ

Link copied!