শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৫:১১ পিএম

চ্যাম্পিয়নস লিগে গোলের বন্যা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৫:১১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে ছিল গোলের উৎসব। নয়টি ম্যাচে মোট ৪৩টি গোল হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় জয়টি পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

জার্মানির মাটিতে বায়ার লেভারকুসেনকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা, যা চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে পিএসজির সর্বোচ্চ গোলের রেকর্ড।

লেভারকুসেনের বিপক্ষে পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দেজিরে দুয়ে দুটি গোল করেন। বাকি গোলগুলি এসেছে উইলিয়ান পাচো, খভিচা কভারাতস্কেলিয়া, নুনো মেন্ডেস, ওসমান দেম্বেলে ও ভিতিনিয়ার পা থেকে।

লেভারকুসেনের হয়ে দুটি গোল শোধ করেন আলেইক্স গার্সিয়া। প্রথমার্ধেই দুই দলের একজন করে খেলোয়াড় (রবার্ট আন্দরিখ ও ইলিয়া জাবারনি) লাল কার্ড দেখেন।

দ্বিতীয়ার্ধে নুনো মেন্ডেসের গোল ব্যবধান বাড়ানোর পর ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমে গোল করেন দেম্বেলে। এই জয়ে পিএসজি তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।

অন্যদিকে, বার্সেলোনা ও পিএসভি আইন্দহোভেন বড় জয় নিশ্চিত করেছে। পিএসভি আইন্দহোভেন ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিকে ৬-২ গোলে বিধ্বস্ত করে। তাদের হয়ে গোল করেন ইসমায়েল সাইবারি, ডেনিস ম্যান (দুটি), রিকার্ডো পেপি ও কৌহাইব ড্রিউয়েচ।

অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে, আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। ইতালি থেকে ইন্টার মিলানও তাদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে, তারা ইউনিয়ন সেইন্ট জিলোইঁকে ৪-০ গোলে হারিয়েছে। ইন্টারের হয়ে গোল করেন ডেনজেল ডুমফ্রিস, লাওতারো মার্টিনেজ, হাকান চালহানওলু ও পিও এসপোসিতো।

ম্যানচেস্টার সিটি ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে, যেখানে আবারও গোল করেছেন আরলিং হালান্ড—প্রথম গোলটি তারই, এবং দ্বিতীয় গোলটি আসে বার্নার্দো সিলভার পা থেকে।

কোচ পেপ গার্দিওলা দলের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। নিউক্যাসল ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে বেনফিকাকে।

দিনের একমাত্র গোলশূন্য ম্যাচটি হয়েছে কাজাখস্তানে, যেখানে কাইরাত আলমাটি ও পাফোসের লড়াই শেষ হয় ০-০ ফলে।

রূপালী বাংলাদেশ

Link copied!