স্প্যানিশ লা লিগায় যেমনই হোক, উয়েফা চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে রীতিমতো দুঃসময় কাটাচ্ছে বার্সেলোনা। সেই হতাশার ধারাবাহিকতা এবার আরও প্রকটভাবে ফুটে উঠল লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে। স্বাগতিক চেলসির বিপক্ষে ৩–০ গোলের লজ্জাজনক হারে চ্যাম্পিয়নস লিগে কার্যত বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই যেন ভাগ্য সহায় ছিল না বার্সেলোনার। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া, ম্যাচের প্রথমার্ধেই অধিনায়ক রোনাল্ড আরাউহোর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সিদ্ধান্ত— সব মিলিয়ে বিপর্যয়ের পূর্ণ চিত্রই ছিল কাতালানদের জন্য।
এর সুযোগ শতভাগ কাজে লাগায় চেলসি। এনজো মারের্সকার অধীনে নিজেদের চ্যাম্পিয়নস লিগের সেরা পারফরম্যান্সগুলোর একটি উপহার দিয়েছে ব্লুজরা। বিশেষ করে ব্রাজিলিয়ান কিশোর প্রতিভা এস্তেভাও ও বদলি নামা লিয়াম ডেলাপের গোল স্ট্যামফোর্ড ব্রিজে এনে দেয় উৎসবের আমেজ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। তৃতীয় মিনিটেই এনজো ফার্নান্দেজ গোল করলেও ভিএআর–এ হাতের স্পর্শ ধরা পড়ায় সেটি বাতিল হয়। অন্যদিকে ফেরান তোরেস চেলসির রক্ষণভাগের ভুল কাজে লাগাতে ব্যর্থ হন— গোলপোস্টের বাইরে শট মারেন তিনি।
দারুণ চাপের ফল আসে ম্যাচের প্রথম গোল হিসেবে। মার্ক চুচুরেলার ক্রসে পেদ্রো নেতোর ছোঁয়া বল গোললাইন থেকে ফেরাতে গিয়ে হুলেস কুন্দের গায়ে লেগে নিজের জালেই ঢুকে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি।
এরপর ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন বার্সা অধিনায়ক রোনাল্ড আরাউহো। ১২ মিনিটের ব্যবধানে দুইটি হলুদ কার্ড দেখে ৪৪ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ১০ জনের দলে নেমে যাওয়ার পর চেলসির আক্রমণের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে চেলসির আধিপত্য আরও স্পষ্ট হয়। ৫৫ মিনিটে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। রিস জেমসের ফ্লিক পাস পেয়ে ডান দিক দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যান ১৮ বছর বয়সী এস্তেভাও।
পাও কুবারসি ও আলেহান্দ্রো বালদেকে পরপর কাটিয়ে চোখ ধাঁধানো ড্রিবলের পর তার জোরালো শট বার্সার গোলরক্ষকের কোনো সুযোগই রাখেনি। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে অন্যতম সেরা একক গোল হিসেবে বিবেচিত হচ্ছে এটি।
ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নেমে ব্যবধান আরও বড় করেন লিয়াম ডেলাপ। এনজো ফার্নান্দেজের নিখুঁত থ্রু পাস থেকে ঠান্ডা মাথায় গোল করে চেলসির ৩–০ জয় নিশ্চিত করেন তিনি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন