মার্কিনীদের আরো একটি MQ-9 ড্রোন ধ্বংস করল ইয়েমেন
এপ্রিল ১৪, ২০২৫, ০৫:৫৮ পিএম
ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিনীদের আরো একটি MQ-9 ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ।জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোনকে দেশীয় প্রযুক্তি দিয়ে ভূপাতিত করা হয়েছ।তিনি জানান, এটি গত দুই সপ্তাহে চতুর্থ এবং সামগ্রিকভাবে উনিশতম মার্কিন...