রাতের আঁধারে ইউক্রেনে ৭ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ড্রোন ও মিসাইলের বেশির ভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানিয়েছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ডসংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।
ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১৮টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।
টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত বার্তায় তারা জানায়, এসব হামলা মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কীভাবে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মূলত রাশিয়া প্রায়ই ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকাগুলোতে কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। কিন্তু এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন হামলার ঘটনা এবারই প্রথম বলে ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র সেন পারনেল নিশ্চিত করে বলেন, শান্তি নিশ্চিত করা পর্যন্ত এবং সেনা হত্যা ঠেকাতে ইউক্রেন যেন প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারে এ জন্য ওয়াশিংটন তাদের আরও অধিক ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ সরবরাহ করবে।
তিনি বলেন, ট্রাম্প ‘আমাদের আমেরিকা ফাস্ট ডিফেন্স প্রায়োরিটির’ ভিত্তিতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে।
আপনার মতামত লিখুন :