রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহস্পতিবার (২২ মে) ভোরে ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এ হামলার প্রেক্ষিতে শহরের চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে তিনটিতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এবং রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। পরে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয় বলে জানানো হয়েছে।
মস্কো টাইমস জানিয়েছে, রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র আর্টিওম কোরেনিয়াকো বলেন, ডোমোদেদোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল।
টেলিগ্রামের এক পোস্টে মেয়র সোবিয়ানিন জানান, হামলার একদিন আগেই মস্কোর দিকে আরও ২৭টি ড্রোন ছোড়া হয়েছিল।
গত রাত ১২টার পর থেকে ছুটে আসা ২৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে তিনি দাবি করেন। ড্রোনের ধ্বংসাবশেষ যেসব স্থানে পড়েছে, সেখানে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলে জানান তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিদিনই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলা চলছে।
তবে মস্কো সাধারণত এসব হামলা থেকে তুলনামূলকভাবে নিরাপদ ছিল। সম্প্রতি এ শহরে হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটিতে।
আপনার মতামত লিখুন :