শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৬:১৪ পিএম

ইরাকে নরওয়ের মালিকানাধীন তেল ও গ্যাসক্ষেত্রে হামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৬:১৪ পিএম

তেলক্ষেত্র । ছবি: সংগৃহিত

তেলক্ষেত্র । ছবি: সংগৃহিত

ইরাকের উত্তরে স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের তাওকে এলাকায় নরওয়ের তেল ও গ্যাস কোম্পানি ডিএনও পরিচালিত ওই তেলক্ষেত্রে হামলা হয়েছে।

এ নিয়ে নরওয়েজীয় কোম্পানি ডিএনওর তেলক্ষেত্রে দ্বিতীয় বারের মতো হামলার ঘটনা ঘটল। বৃহস্পতিবারের হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী সংস্থা।

কুর্দিস্তানের জাখো অঞ্চলের তাওকে ও পেশখাবুর তেলক্ষেত্র দুটি পরিচালনা করে ডিএনও। নরওয়েজীয় এই কোম্পানির দুটি তেলক্ষেত্রই ইরাকের তুরস্ক সীমান্ত লাগোয়া এলাকায় অবস্থিত। বিস্ফোরণের কারণে ওই তেলক্ষেত্রে তেল উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে । হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডিএনও। চলতি সপ্তাহের শুরুর দিকে ইরাকে বিদেশি বিভিন্ন কোম্পানির তেল ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা শুরু হয়।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে , কেবল চলতি সপ্তাহে একের পর এক ড্রোন হামলার কারণে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেল উৎপাদন দৈনিক প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে দেড় লাখ ব্যারেল কমে গেছে। সেখানকার জ্বালানিবিষয়ক দুই কর্মকর্তা বলেছেন, ড্রোন হামলায় অবকাঠামো ক্ষয়ক্ষতি হওয়ায় কুর্দিস্তানের একাধিক তেলক্ষেত্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার উত্তর ইরাকের দোহুক অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানি হান্ট অয়েলের পরিচালিত আইন সিফনি তেলক্ষেত্রেও ড্রোন হামলা হয়। হান্ট অয়েল বলেছে, হামলায় তাদের কোনো কর্মী হতাহত হননি। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

ইরাকে তেলক্ষেত্রে এসব হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে কুর্দিস্তানের নিরাপত্তা সূত্র বলেছে, ড্রোনগুলো ইরানপন্থি মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ছোড়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!