মঞ্চের একপাশে মন্দিরা বেদী, আরেকপাশে জয়া আহসান—কে বলবে একসময়ের ‘ডিডিএলজে’ তারকা আর ‘দেবী’খ্যাত অভিনেত্রী দুই ভুবনের বাসিন্দা! কিন্তু মুম্বাইয়ের এক অনুষ্ঠানে দুজনেই যেন এক সুরে বললেন ‘মা’ শব্দটার গভীরতা কতখানি। হ্যাঁ, বলিউডের নামকরা কোম্পানি ‘সানফিস্ট মম'স ম্যাজিক’-এর আয়োজনে একমঞ্চে দেখা গেল দুই তারকাকে।

জয়ার হাতে তখন তার নতুন ছবি ‘ডিয়ার মা’র গল্প। পাশে বসে থাকা মন্দিরা শুনলেন মনোযোগ দিয়ে। এই ইভেন্টেই জয়াকে বলতে শোনা যায়, ‘মাতৃত্ব কেবল রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগের যাত্রা।’

এই কথাগুলো হঠাৎ হঠাৎ শুনতে যতটা নিটোল লাগে, বলিউড কিন্তু তার ভেতর খুঁজে নিচ্ছে নতুন কনটেন্ট কুইনের ছায়া।

অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠীর মতো স্বনামধন্য অভিনেতার সঙ্গে স্ক্রিনশেয়ার করা জয়া এখন আর বলিউডের অতিথি নন, বলছেন অনেকে। বরং বলিউড তাকে নিয়ে এখন ভাবছে, লিখছে চিত্রনাট্য, খুঁজছে নতুন গল্প।
আর কে না জানে, বলিউডে একবার কারও নামের পাশে ‘মায়ের চরিত্রে দুর্দান্ত’ ট্যাগ বসলে তাকে ঘিরে শুরু হয় একরকম ‘ফিল্মি মাতৃত্ব মহাযাত্রা’। শ্রীদেবী থেকে শুরু করে কীরণ খের সবার পথ শুরু হয়েছে এভাবেই। জয়া কি তবে সে পথেই পা দিলেন?

মুম্বাইয়ের ইভেন্টে তার নীল শাড়ি, সাবলীল উচ্চারণ আর সংবেদনশীল বক্তব্য শুনে অনেকেই বলছেন, এটাই নাকি ছিল ‘ডিয়ার মা’র নীরব প্রোমোশন। এক ঢিলে দুই পাখি!

আর মজার বিষয়, জয়া যখন মাতৃত্ব নিয়ে বলছেন, তখন তার পাশেই মন্দিরা। ‘ডিডিএলজে’-তে শর্ট হেয়ার নিয়ে যে অভিনেত্রী নতুন মাত্রা যোগ করেন বলিউড স্টাইল আইকনের সংজ্ঞায়, তিনি আজ এক নতুন রূপে।

উত্তেজনার সলতে আরও একটু উসকে দিয়েছে এই খবর। রাত পোহালেই মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’।

ওপার বাংলার দুই শক্তিমান অভিনেতা চন্দন রায় স্যানাল ও শাশ্বত চ্যাটার্জিকে নিয়ে তৈরি এই ছবি এক মা ও তার দত্তক সন্তানের সম্পর্কের গল্প বলে।
আপনার মতামত লিখুন :