ভারতের আমন্ত্রণে বাংলাদেশের সেনাবাহিনী আগামী ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিজয় উৎসবে অংশ নেবে। এই প্রতিনিধিদলে থাকবেন দু’জন শীর্ষ সেনা কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারসহ মোট ২০ জন সদস্য।
বাংলাদেশি প্রতিনিধি দল কলকাতায় পৌঁছাবে ১৪ ডিসেম্বর। বিমানবন্দরে তাদের স্বাগত জানাবে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের কর্মকর্তারা। ১৫ ডিসেম্বর তারা ব্যারাকপুরের মঙ্গল পান্ডে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে ‘মিলিটারি ট্যাটু’ অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মারকসহ একাধিক অনুষ্ঠানে তারা অংশ নেবেন।
প্রতি বছরই ভারতের ইস্টার্ন কমান্ড বিজয় মাস উদযাপনের অংশ হিসেবে বর্ণাঢ্য সামরিক ও সাংস্কৃতিক আয়োজন করে, যেখানে বাংলাদেশও সক্রিয়ভাবে অংশ নেয়। ১৬ ডিসেম্বর সকাল ও সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মারকে শ্রদ্ধাজ্ঞাপনসহ একাধিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা।
কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক আবহাওয়া সেই পরিবেশ অনেকটাই বদলে দিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এর তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। ২০২৪ সালের ডিসেম্বরেও কলকাতায় বিজয় দিবসের অনুষ্ঠানে বড় প্রতিনিধি দল পাঠায় বাংলাদেশ সেনাবাহিনী।
মেজর জেনারেল ভানগুরু রঘু জানান, ভারতীয় সেনার আমন্ত্রণে সাড়া দিয়ে এ বছরও বাংলাদেশের সেনাবাহিনী বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের প্রতিনিধিদলে পাঠানোর সিদ্ধান্ত ফোর্ট উইলিয়ামকে নিশ্চিত করেছে। দু’জন শীর্ষ সেনা কর্মকর্তা, ৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারসহ মোট ২০ জন সদস্য উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। পাশাপাশি, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন