সহকর্মী আমার অ্যাওয়ার্ড ক্যানসেল করিয়ে নিজে দুইটা নেন: তানজিন তিশা
                          জুলাই ৬, ২০২৫,  ০৯:৩০ পিএম
                          নিজের প্রাপ্য অ্যাওয়ার্ড বাতিল হয়ে যাওয়ার ঘটনাটি প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিশা জানান, তারই এক সিনিয়র সহকর্মীর কারণে তাকে একটি পুরস্কার থেকে বঞ্চিত হতে হয়। 
তিশা বলেন, ‘আমার এক সিনিয়র সহকর্মী আয়োজকদের ফোন দিয়ে বলেন, আমি...