ছোটপর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা সম্প্রতি প্রশংসায় ভাসালেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ওরফে রিপন ভিডিও-কে। এক আলাপচারিতায় তিনি বলেন, ‘এত সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এত জেনুইন কীভাবে করে আল্লাহ জানে।’
তিশার কথায়, রিপনের কনটেন্ট যেমন হাস্যরসপূর্ণ তেমনি উপস্থাপনেও থাকে এক ধরনের প্রাঞ্জল স্বাভাবিকতা। তিনি বলেন, ‘এত সুন্দর ডায়লগ কীভাবে দেয় মানুষ! আর ওনাকে এত ন্যাচারাল লাগে... তা বলে বুঝানো যাবে না।’
রিপনের প্রতি ভালোবাসা বোঝাতে গিয়ে তিশা নিজেই তুলে ধরেন কিছু জনপ্রিয় ডায়লগ ‘লাম্পা একটা ঘুম দিয়া-লাইছি’, ‘গাড়ির মধ্যে হামাইলাম’, ‘ঘুমতে উডলে একটা রং চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’, আর ‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম’।
এই প্রশংসা নিঃসন্দেহে প্রমাণ করে, কেবল সাধারণ দর্শক নয়, বিনোদন অঙ্গনের তারকারাও মুগ্ধ রিপনের কনটেন্টে। তার নিজস্ব উপস্থাপনভঙ্গি, আঞ্চলিক রস আর স্বতঃস্ফূর্ত ভাষা মিলিয়ে তৈরি হয় এমন এক ভুবন, যা হয়ে উঠছে সবার মন জয়ের অন্যতম উপকরণ।
তিশার মতো অভিনেত্রীর মুখে এমন অকপট ও আন্তরিক প্রশংসা নিঃসন্দেহে আরও অনুপ্রাণিত করবে রিপন মিয়াকে, যার কনটেন্ট ইতোমধ্যেই অনেকে দেখছেন ‘মুড লিফটারের’ চোখে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন