টক শোতে মা হওয়ার ইচ্ছার কথা বলার পরপরই তানজিন তিশার নামে সন্তানের ছবি প্রকাশ করে আলোড়ন তুলেছিলেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। শনিবার তিনটি ছবি প্রকাশ করে নির্ঝর দাবি করেন, ছবিগুলো তানজিন তিশার সন্তানের।
তিনি লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?’ নির্ঝরের দাবি, তিশার আগের বিয়ের খবর সত্য এবং সে ঘরে তার একটি পুত্রসন্তান রয়েছে।

ছবির সঙ্গে নির্ঝর বলেন, ‘এই ছবিগুলো তিশার মিডিয়ায় আসার আগের সময়ের। তার সাবেক স্বামী এখন দুবাইতে থাকেন। সেই ঘরে তাদের একটি পুত্রসন্তান হয়, যে এখন ঢাকায় দাদির কাছে থাকে।’
নির্ঝরের এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নানামুখী আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে এই ঘটনার এক ঘণ্টার মধ্যেই ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেন তানজিন তিশা।
বিতর্কের প্রতিক্রিয়া হিসেবে তিনি লেখেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগনে-ভাগনিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেসব অসভ্যকে বলছি, এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দেবো। যদি সবগুলো বাচ্চাকাচ্চা আমার কাছে পৌঁছাতে না পারিস তো—নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’
তিশার এই মন্তব্যে সমর্থন জানিয়েছেন তার অনুরাগীরা। কেউ মন্তব্য করেন, ‘আপনি সঠিক বলেছেন। অনলাইন জগৎ অনেক খারাপ। মানুষ মানুষকে ছোট করতে ছাড় দেয় না।’
এর আগে গতকাল ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টক শোতে হাজির হয়েছিলেন তানজিন তিশা। সেখানেই মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। জায়েদ খান তিশাকে প্রশ্ন করেছিলেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’
-20250705154721.jpg)
উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব, মা হব।’ তিশা বলেন, ‘প্রফেশনাল আর পারসোনাল লাইফ একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
তিশার এই কথার সূত্র ধরেই নির্ঝর ছবিগুলো প্রকাশ করেন বলে ধারণা করা হচ্ছে। তিশা বিষয়টি অস্বীকার করে ছবিগুলোকে ভাগনের ছবি বলে উল্লেখ করেছেন।
আপনার মতামত লিখুন :