দীর্ঘ সাত মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে জুলাই আন্দোলনে নিহত আল আমিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আলামিন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারি হিসেবে কাজ করতেন।
সোমবার দুপুর ২টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর কাশেম নগর কবরস্থান থেকে আলামিনের লাশ তোলা হয়। পরিবার সূত্রে জনা যায় জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন।
পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ঘটনার চার মাস পর ডিসেম্বর মাসে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা-১৮ (১২)২৪ দায়ের করেন।
আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ তোলা শেষ হলে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে সাত মাস পর তোলা হচ্ছে নিহত শহীদ আল আমিনের লাশ । লাশ উত্তোলনের করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে। এ সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডঃ মুহাম্মদ ইব্রাহীম।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন