আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, ফিলিপাইনেও কম্পন অনুভূত
এপ্রিল ১৬, ২০২৫, ১২:৫৮ পিএম
আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে বুধবার (১৬ এপ্রিল) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে ইউরোপ-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৬.৪ হিসাবে জানালেও পরে তা সংশোধন করে ৫.৬ মাত্রা বলা হয়।ভূমিকম্পের কেন্দ্রস্থল- # বাঘলান শহর থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে। # গভীরতা ছিল ১২১ কিলোমিটার (প্রায় ৭৫ মাইল)। # বাঘলান শহরের জনসংখ্যা প্রায় ১,০৮,০০০।স্থানীয়...