রাজধানীর স-মিলের আগুন নিয়ন্ত্রণে
ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:৫৪ পিএম
ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে একটি স-মিলে লাগা আগুন।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীরা জানান, স-মিল থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়ে পড়ে। ওই জায়গায় কেমিক্যালের ড্রাম আছে, স-মিলের কাঠ আছে, গ্যারেজের সিলিন্ডার আছে। সব মিলিয়ে আগুন বেড়ে যায়। এরপর...