রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান।
তিনি জানান, রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা নামের গার্মেন্ট ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে বেলা ১১টা ৪০ মিনিটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট ও পরে আরও সাত ইউনিট যোগ হয়ে এখন ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের শিয়ালবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন