রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আলম কেমিক্যাল গোডাউনের মালিক শাহ আলমকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহত গার্মেন্ট শ্রমিক ছানোয়ার হোসেনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল (১৫ অক্টোবর) রাতে রাজধানীর রূপনগর থানায় মামলাটি করেন।
মামলার অপর আসামিরা হলেন: আলম কেমিক্যাল গোডাউনের ম্যানেজার আকরাম, এভারগ্রিন কালার প্রিন্ট ফ্যাক্টরির মালিক, ম্যানেজার, এনআরএস-ওয়াস ফ্যাক্টরির মালিক, এনআরএস-ওয়াস ফ্যাক্টরির ম্যানেজার, শাহআলী ওয়াস ফ্যাক্টরি মালিক, শাহজালী ওয়াস ফ্যাক্টরির ম্যানেজার ও অজ্ঞাতনামা ১০-১৫ জন।
মামলার এজাহার থেকে জানা গেছে, মামলার প্রধান আসামি শাহ আলম তার কেমিক্যাল গোডাউনে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রূপনগর থানাধীন শিয়ালবাড়ী আবাসিক এলাকায় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ অনুমোদনহীন ভবনে দাহ্য পদার্থ মজুত করেন। গত মঙ্গলবার এই কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তা দ্রুত আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাশের ভবনে থাকা এভারগ্রিন কালার প্রিন্ট ফ্যাক্টরি, এনআরএস ওয়াস ফ্যাক্টরি ও শাহআলী ওয়াস ফ্যাক্টরিতেও আগুন লাগে। আগুনের ভয়ে ওই কারখানার শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। শ্রমিকরা ভবনগুলো থেকে নামার কোনো সেফ এক্সিট পায়নি। আবার কয়েকটি ভবনের মেইন গেটে তালা লাগানো ছিল। শ্রমিকরা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে গিয়েও বের হতে পারেননি। সেখানেও তালা লাগানো ছিল। মামলার আসামিরা আবাসিক এলাকার ভবনগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করে সেখানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা মাথায় না রেখে কারখানা পরিচালনা করে আসছিলেন। দালানলানগুলোতেও অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয়নি। এতে আগুনে পুড়ে ১৬ জন শ্রমিক নিহত হন।
মামলায় আরও উল্লেখ করা হয়, কারখানার যন্ত্রাংশ, কাঁচামালসহ বিভিন্ন কেমিক্যাল এবং ঘটনাস্থলের পাশে থাকা ৩টি মোটরসাইকেল, ১৫টি গ্যাস সিলিন্ডার, রাস্তায় থাকা পিকআপের সামনের অংশসহ ২টি রিকশা পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, শিয়ালবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। অবশ্য একজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও গোডাউন থেকে বের হচ্ছে সাদা বিষাক্ত ধোঁয়া। ধোঁয়ার কারণে ফায়ার ফাইটাররা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছেন না।
ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার অভিযান চালাতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, এখনো গুদামের ভেতরে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। এতে ফায়ার ফাইটারদের কাজ ব্যাহত হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন