৫৬৯ প্রতিবন্ধী ভাতাভোগীর ২১৩ জনই ভুয়া! লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আগস্ট ৩০, ২০২৫, ০১:১৯ পিএম
যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের গৃহবধূ শিউলি রানী দে, সাজেদা বেগম, কহিনুর বেগম, খলিলুর রহমান, শাহিনারা খাতুন পান্না, খালেক মোল্যা ও তহমিনা বেগম প্রতিবন্ধী ভাতার আওতায় ছিলেন। অথচ তাদের কেউই প্রতিবন্ধী নন। তাদের মতো এক ইউনিয়নেই এ রকম ২১৩ ভুয়া প্রতিবন্ধী প্রথমিকভাবে ধরা পড়েছে। তবে যাচাই-বাছাই শেষ না হওয়ায় ভুয়া...