বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান নতুনভাবে ১৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দেশের অভ্যন্তরে একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ এই অর্থপাচার করেছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সিআইডি, যেটি এই ঘটনায় তদন্ত করছে, তা এখনো প্রতিবেদন দাখিল করতে পারেনি। এর ফলে, মামলার শুনানি আবারও বিলম্বিত হলো।
২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করেন।
মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারা, তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করা হয়। এখন তদন্ত প্রতিবেদনের জন্য ১৭ এপ্রিলের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী এবং মামলার সংশ্লিষ্টরা আশা করছেন, তদন্ত শেষ হলে সঠিক তথ্য উদঘাটিত হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায়ও এর প্রভাব পড়েছে।

 
                            -20250211101333.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন