ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে আইন সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে কুষ্টিয়ার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। তারা আইন ভঙ্গের উদাহরণ, শাস্তির বিধান, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
কর্মসূচির শেষাংশে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি তুহিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান সুজনের সঞ্চালনায় ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার ওয়াহিদুল ইসলাম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন