গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসবের
নভেম্বর ১৬, ২০২৪, ০৪:১৮ পিএম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় গঙ্গাস্নান বা পূন্যস্নানে মধ্য দিয়ে শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। শনিবার ভোর ৫ টা ৩০ মিনিটে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে এ গঙ্গাস্নান সম্পন্ন করেন সনাতনীরা। স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের...