অজানা আতঙ্কে ট্রমার মধ্যেই বেঁচে থাকা
                          অক্টোবর ১৩, ২০২৫,  ১১:২৩ পিএম
                          ‘মা-মরা ছেলেটা আমার। লেখাপড়া করত, গুম থেকে ফেরার পর সব শেষ। ও বসে থাকত, হঠাৎ রেগে যাইতো। কেউ কথা জিগাইলেই থাপড় দিত। এখনও খালি একা একা হাসে, কিছু কইলে ফেনায়, ঠিকমতো কথা কয় না। ডাক্তার দেখাইলাম, ওষুধ দেয়, খায় না। কয় শরীর কাঁপে, ঘুমে ধরে। ওষুধ ফালায় দেয়। ডাক্তার কয়,...