মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশে গুমের ঘটনা তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে।
সম্প্রতি প্রকাশিত ৫০ পৃষ্ঠার ‘আফটার দ্য মনসুন রেভ্যুলিউশন : আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল আহসান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের অধীনে সাড়ে তিন হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ব্যক্তিদের বন্দিদশাকে "মৃত্যুর চেয়েও ভয়াবহ" অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করা হয়েছে।
ন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয়, বরং প্রাতিষ্ঠানিকও ছিল। 
এইচআরডব্লিউ আরও বলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর গোপন আটককেন্দ্রগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতন করা হতো এবং বিচারের মুখোমুখি না করেই দীর্ঘ সময় আটকে রাখা হতো। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনজনকে গোপন আটককেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়, যাদের ব্যাপারে কর্তৃপক্ষ বরাবরই অস্বীকার করে আসছিল।  
প্রতিবেদনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের জন্য দায়ী করা হয়।
এইচআরডব্লিউ বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমের ওপর স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, যাতে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার মতো অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়।

 
                            -20250204041008.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন