গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দেশে গুম হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে।
মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কমিশনে এ পর্যন্ত ১ হাজার ৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১ হাজার অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
কমিশন আরও জানায়, এ পর্যন্ত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি এবং ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।
বিজিবি ও পুলিশের সীমান্তবর্তী জেলা কর্মকর্তাদের কাছ থেকে ভারত থেকে পুশইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে ১৪০ জনের তালিকা পাওয়া গেছে, তবে এতে গুম হওয়া কোনো ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি।
এ ছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই-আড়াই বছরে ভারতের কারাগারে ১ হাজার ৬৭ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। গুমের শিকার কেউ সেখানে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে কমিশনের অন্যান্য সদস্য, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদরাও উপস্থিত ছিলেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031183405.webp) 
        
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন