ডিএসসিসিতে লুটপাট ৮৮৩ কোটি
এপ্রিল ৭, ২০২৫, ০৬:০৯ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ৮৮৩ কোটি টাকা লুটপাট হয়েছে। সাঈদ খোকন ও ব্যারিস্টার তাপস- দুই মেয়রের সময়কালেই এই পুকুর চুরির ঘটনা ঘটেছে। করপোরেশনের নানা প্রকল্পে উন্নয়ন কর্মকাণ্ডের নামে অর্থ লোপাটের যেন মহোৎসব চলেছে। চাউর আছে, খোদ মেয়ররাই এসব লুটপাটের নেতৃত্ব দিয়েছেন। মহাদাপুটে মেয়ররা এখন নেই, রয়ে...