জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ও তাদের দোসররা অনেকেই দেশে ছেড়েছেন।
পরিস্থিতি বুঝতে পেরে কেউ কেউ আগেই দেশ ছেড়েছিলেন।
তাদের মধ্যে ছিলেন শেখ পরিবারের সদস্য ও ডিএসসিসি’র সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
দুর্নীতির নানার অভিযোগে বিতর্কিত সেই তাপস এখন কোথায় আছেন। কিভাবে আছেন তা নিয়ে রয়েছে মানুষের আগ্রহ।
তার অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছেন আরেক পালাতক ও বিতর্কিত সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।
সম্প্রতি (৭ এপ্রিল) কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব একটি প্রতিবেদন সম্প্রচার করেন।
ওই প্রতিবেদনে ডিবি হারুনের একটি কল রেকর্ড প্রকাশ করে। এতে উঠে আসে, বতর্মানে সিঙ্গাপুরে অবস্থান করছেন শেখ তাপস।
সেখানে তিনি ভিসা ছাড়াই অবস্থান করছেন বলেও জানা যায়।
আগেই জানা গিয়েছিল, ৫ আগস্ট সরকার পতনের আগে ৩ আগস্ট ঢাকা ছাড়েন শেখ তাপস।
ওইদিন বিমানবন্দরে তাকে আটকে দিয়েছিল। তখন তিনি তার পরিবারকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেন। এরপর রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর চলে যান।
এদিকে হারুনও পালাতক আছেন। তার অবস্থানও পরিস্কার নয়।
তবে জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ৫ আগস্টের পর তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডে পালিয়ে যান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন