ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত।
এই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক বলেছেন, ‘ন্যায় বিচার পেয়েছি। সেই ধারা ফিরে আসুক দেশে।’
তবে মেয়র হিসেবে শপথ নিবেন কিনা সেটি দলীয় সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি।
ইশরাক হোসেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার শেষ মেয়র বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে।
                                    
এরআগে ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন।
ওই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই রায় দেন।
রায়ে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি পুরোপুরি ইভিএমে অনুষ্ঠিত হয়েছিল।
ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে সব কটি কেন্দ্রের ফলাফলে শেখ ফজলে নূর পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। আর বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীর্ষ প্রতীকে পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।
তবে নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। পরে ৩ মার্চ ওই নির্বাচনের ফল বাতিল চেয়ে আদালতে মামলাও করেন তিনি।
মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম সচিব (জয়েন্ট সেক্রেটারি) মো. আবুল কাশেমসহ আট জনকে বিবাদী করা হয়েছিল।
ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমমাদের পক্ষে রায় দিলেন।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন