বুবলীর কাজের প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়ে একসময় তার প্রতি টান অনুভব করেছিলেন ‘গানবাংলা’ টিভির প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। তার সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জন ছড়ানোর দীর্ঘদিন পরে অবশেষে বিষয়টি স্পষ্ট করলেন তাপস।
একটি সাক্ষাৎকারে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের প্রশ্নের উত্তরে তাপস বলেন, ‘প্রেমটাকে অস্বীকার না করে কাজের প্রতি প্রেম বলা ভালো হবে। ভবিষ্যতেও বুবলীকে নিয়ে কাজ করতে অত্যন্ত আগ্রহী থাকব, আনন্দিত থাকব।’
তবে বুবলী এই প্রেমের গুঞ্জনকে ‘প্রপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘গানবাংলায় যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো, তখন সেই ইস্যুটা নিয়েও প্রপাগান্ডা ছড়ানো হলো। আমার সিনেমা প্রসঙ্গ আসার পরই এমন নোংরামি শুরু হয়ে যায়। আমাকে আমার কাজ-পরিবার ছাড়া কোথাও কোনো বাজে আড্ডাতে দেখতে পাবেন না। তাপস ভাই ও মুন্নি ভাবির সঙ্গে আমার সম্পর্ক খুব স্বাভাবিক।’
বর্তমানে গানবাংলার সম্প্রচার বন্ধ রয়েছে। বুবলী তার সময় ব্যস্ত রেখেছেন সিনেমা আর মডেলিংয়ে।
আপনার মতামত লিখুন :