হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে রোববার শ্বাসরুদ্ধকর ফাইনালে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের ইতিহাসে নিজেদের রেকর্ড দশম শিরোপা জিতল মেক্সিকো।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মেক্সিকোকে প্রথমে পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে নিতে হয়েছে। মরিসিও পচেত্তিনোর যুক্তরাষ্ট্র শুরুতেই এগিয়ে গিয়েছিল। ম্যাচের চতুর্থ মিনিটে ক্রিস রিচার্ডস সেবাস্টিয়ান বেরহাল্টারের ফ্রি-কিকে হেড করে বল জালে জড়িয়ে দেন।
তার জোরালো হেড ক্রসবারের নিচ থেকে ফিরে এসে সরাসিরি জালে জড়ায়। এই গোলে স্বাগতিকরা ১-০ গোলে এগিয়ে যায়।
তবে মেক্সিকো তার কিছুক্ষণ পর দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২৭তম মিনিটে মার্সেল রুইজের চমৎকার রিভার্স পাসে রাউল জিমেনেজ দ্রুত ফিনিশে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ১-১ করেন।
এই গোলটি করার পর ফুলহ্যামের এই স্ট্রাইকার তার প্রাক্তন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স সতীর্থ ডিওগো জোটাকে শ্রদ্ধা জানান।
যিনি গত বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। জিমেনেজ মাঠে বিষণ্ণভাবে বসে জোটার নাম ও নম্বর লেখা মেক্সিকোর জার্সি তুলে ধরেন।
সমতা ফেরানোর পর মেক্সিকো আরও উজ্জীবিত হয় এবং ম্যাচের বেশিরভাগ সময়ই দাপট দেখায়। রবার্তো আলভারাদো এবং ১৬ বছর বয়সী গিলবার্তো মোরা উভয়েই মার্কিন গোলরক্ষক ম্যাট ফ্রীসকে দারুণ সেভ করতে বাধ্য করেন।
অন্যদিকে, মালিক টিলম্যান এবং বেরহাল্টার মাঝমাঠে দুর্দান্ত সমন্বয় করে পাল্টা আক্রমণে মেক্সিকোর জালে বল পাঠানোর চেষ্টা করেন।
অবশেষে ৭৭তম মিনিটে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডিফেন্ডার ডাইভিং হেডে গোল করে মেক্সিকোকে ২-১ গোলে এগিয়ে দেন।
প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও, ভিএআর পর্যালোচনার পর দেখা যায় আলভারেজ নিখুঁত টাইমিংয়ে তার দৌড় শুরু করেছিলেন। যা মেক্সিকান সমর্থকদের মধ্যে উল্লাসের জন্ম দেয়।
ম্যাচ শেষে আলভারেজ বলেন, আমি বাকরুদ্ধ। আমরা ৩৫ দিন নিবিড় প্রশিক্ষণ করেছি, পরিবার থেকে দূরে ছিলাম, জেতার উদ্দেশ্য নিয়েই। অবশ্যই উন্নতির জায়গা আছে, কিন্তু আমরা খুশি এবং জয়ী হয়েই ফিরছি।
উল্লেখ্য, ২০২৫ সালের গোল্ড কাপে অতিথি দল সৌদি আরবসহ মোট ১৬টি দল অংশ নিয়েছিল। একটি ম্যাচ কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হওয়া ছাড়া বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলা হয়েছে।
আপনার মতামত লিখুন :