সৌদি আরবের রাজধানী রিয়াদ আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। শহরটির বায়ুমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৯৭৭, যা ‘চরম বিপজ্জনক’ হিসেবে বিবেচিত।
রোববার (৪ মে) সকাল ৯টার পর সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, দূষিত শহরের দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, যার AQI স্কোর ২৭৮। এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। তৃতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি (২৪৯), চতুর্থ অবস্থানে কলকাতা (১৫৮) এবং পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাতাম (১২৩)।
বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার ১৫তম স্থানে। শহরটির AQI স্কোর ৯৩, যা ‘সহনীয়’ বা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিবদ্ধ।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের মতে, বায়ু দূষণজনিত স্বাস্থ্যঝুঁকি এড়াতে সব শহরবাসীর সতর্ক থাকা জরুরি, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য।
আপনার মতামত লিখুন :