দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিন এই আবহাওয়াগত প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এতে চলমান মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর, বান্দরবান ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
পরবর্তী দুই দিনের পূর্বাভাসেও একই ধরনের বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিস্থিতি বজায় থাকবে বলে উল্লেখ করেছে অধিদপ্তর।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া অব্যাহত থাকবে। দেশের অন্যান্য বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এ পূর্বাভাস অনুযায়ী, চলমান গরমের দাপট কিছুটা কমবে। এতে কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
তবে বজ্রপাতের সময় বাইরে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
আপনার মতামত লিখুন :