ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে মার্কিন বিনিয়োগ কে স্বাগত জানিয়েছে। এমনকি ইরানের তেল ও গ্যাস খাতে কাজেও অনাপত্তি জানিয়েছে। তবে বিনিয়োগের পূর্বে অবশ্যই ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছেন তিনি।
আরাগচির দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণেই ইরানে তাদের বিনিয়োগের সুযোগ কমে গেছে।
শুক্রবার (১৬ মে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বক্তব্যের বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, আরাগচি মনে করেন ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণেই ইরানে তাদের বিনিয়োগের সুযোগ কমে গেছে।
আরাগচি অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্য যেসব দেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নেই, সেখানে তারা বিনিয়োগ করছে। আমরাও চাই যুক্তরাষ্ট্র ইরানে বিনিয়োগ করুক। কিন্তু এর আগে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি নতুন পরমাণু চুক্তির ‘দ্বারপ্রান্তে’। এর পরই এই কথাগুলো বলেন আব্বাস আরাগচি। তবে চুক্তিতে রাজি না হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কড়াবার্তাও দেন তিনি।
এ পর্যন্ত ওমানের মধ্যস্থতায় চার দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।ইরান কূটনৈতিকভাবে এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে।দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ফের চালু করেন ট্রাম্প।এদিকে গত বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্থার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আপনার মতামত লিখুন :