রাজধানী ঢাকার মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় একটি বহুতল ভবনে আগুনের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়েছে।
ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তবে সবশেষ ফায়ার সার্ভিসের জানিয়েছে, এই চারটি ইউনিটও পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। অর্থাৎ, এখন মোট ১০টি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ভবনটির দ্বিতীয় তলায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। ভবনটির ষষ্ঠ তালায় রয়েছে একটি গার্মেন্টসও।
ধারণা করা হচ্ছে, গার্মেন্টসের ফ্লোরেই অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটির আগুনের ছবিতেও দেখা গেছে, ওপরের অংশেই আগুন জ্বলছে।
তবে বিষয়ে ভবন সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি। একটি সূত্র জানায়, শুক্রবার ছুটির দিন থাকায় গার্মেন্টস কারখানাটি বন্ধ ছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন